প্রশ্ন: দেশের প্রথম কর ন্যায়পাল কে ছিলেন?
উত্তর: খায়রুজ্জামান চৌধুরী।
প্রশ্ন: আয়কর (Income Tax) কি?
উত্তর: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর ধার্যকৃত করকে আয়কর (Income Tax) বলে।
প্রশ্ন: কালো টাকা কি?
উত্তর: আয়কর বিবরণীতে যে অর্থ প্রদর্শন করা হয়নি সেটাই 'কালো টাকা'। বাজেটীয় ভাষায় বলা হয় 'অপ্রদর্শিত আয়'।
প্রশ্ন: কর কি?
উত্তর: সরকারি কর্তৃপক্ষ দ্বারা সরবরাহকৃত দ্রব্য বা সেবার বিনিময়ে প্রদেয় মূল্যকে কর বলে।
প্রশ্ন: কর সাধারণত কত প্রকার?
উত্তর: দুপ্রকার- ১. প্রত্যক্ষ কর ও ২. পরোক্ষ কর।
প্রশ্ন: এটিএম (Automated Teller Machine)-এর জনক কে?
উত্তর: জন শেফার্ড ব্যারন।
প্রশ্ন: কর আদায়ের দায়িত্ব কার?
উত্তর: জাতীয় রাজস্ব বোর্ড।
প্রশ্ন: জাতীয় আয় কোনটি?
উত্তর: উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য।
প্রশ্ন: আয়কর কোন ধরনের কর?
উত্তর: প্রত্যক্ষ কর।
প্রশ্ন: বাংলাদেশে মূল্য সংযোজন কর (VAT) কবে চালু হয়?
উত্তর: ১ জুলাই ১৯৯১।
প্রশ্ন: CSE প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৯৫ সালে।
প্রশ্ন: কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উত্তর: মূল্য সংযোজন কর।
প্রশ্ন: TIN-এর পূর্ণরূপ কি?
উত্তর: Taxpayers Identification Number.
প্রশ্ন: পরোক্ষ কর হিসেবে কতটি খাত থেকে কর আদায় করা হচ্ছে?
উত্তর: আমদানি শুল্ক, রপ্তানি কর, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (VAT)।
প্রশ্ন: বিক্রয় কর কোন ধরনের কর?
উত্তর: পরোক্ষ কর।
প্রশ্ন: VAT (Value Added Tax) কোন ধরনের কর?
উত্তর: পরোক্ষ কর।